তিন জেলায় সড়কে প্রাণ গেলো ৯ জনের

আজাদ নিউজ ডেস্ক

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বগুড়া, রংপুর ও সুনামগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বগুড়া

সকাল ৭টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হন। আহত হয়েছেন একই পরিবারের মা ও মেয়ে।

নিহতরা হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের অটোরিকশা চালক শুকুর আলী (৪০)।
আহতরা হলেন—বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রূপা মনি দাস (১২)। দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল চন্দ্র দাস।

রংপুর

ভোর ৪টার দিকে নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় একটি পিকআপভ্যান দুর্ঘটনায় পড়ে। এতে মা-ছেলেসহ তিনজন নিহত হন, আহত হন আরও তিনজন।

নিহতরা হলেন—পিকআপভ্যানের সহকারী আরিফ হোসেন (২০), যাত্রী শাহিনা বেগম (২৮) ও তার এক বছরের ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন।
আহতদের মধ্যে গুরুতর আহত চালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ

সকাল সাড়ে ৯টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিনজন যাত্রী নিহত হন।

নিহতরা হলেন—সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার আবাদিত কেশবা প্রিয়া (৪০), তার মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী এবং অটোরিকশা চালক সজল ঘোষ (৫০)।

পৃথক তিনটি দুর্ঘটনায় মোট নয়জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট পরিবারগুলোতে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *