মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসী কর্মীদের ধরতে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ প্রায় ৯০০ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে পরিচালিত এ অভিযানে মোট ৮৯৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে ১৫০ জন বাংলাদেশি।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে অভিযান চলে টানা প্রায় আড়াই ঘণ্টা। বিগত চার মাস ধরে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শতাধিক দোকানপাট ও বাণিজ্যিক ভবনে তল্লাশি চালানো হয়।
অভিযানে অংশ নেয় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ছাড়াও রয়েল পুলিশ, মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস, ক্লাং রয়েল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা। এ সময় ১ হাজার ১৩২ জনের পরিচয়পত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ৮৯৮ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৬৪৩ জন ইন্দোনেশীয়, ১৫০ জন বাংলাদেশি, ৩৬ জন মিয়ানমারের নাগরিক, ৩৫ জন পাকিস্তানি, ২৪ জন নেপালি এবং ১০ জন ভারতীয়। তাদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে। তবে বাংলাদেশি নারীরা আটককৃতদের মধ্যে রয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান, আটককৃতদের সেলাঙ্গার অফিসে রাখা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া থেকে বিরত থাকতে সাধারণ মানুষ ও নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে। যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে তিনি স্বীকার করেন, অভিযানের সময় অনেক নিয়োগকর্তা কর্মীদের বৈধ পাসপোর্ট দিয়ে সহযোগিতা করেছেন। এতে বোঝা যায়, সবাই আইন ভঙ্গ করেননি। তারপরও ভবিষ্যতে নিয়োগকর্তাদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অনিবন্ধিত অভিবাসীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং কোনো অনিবন্ধিত কর্মীকে মালয়েশিয়ায় অবস্থান করতে দেওয়া হবে না।









