দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে আরেক দফা ভারত–পাকিস্তান লড়াইয়ে ফল আবারও ভারতের দাপটেই গড়ায়। এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করে ভারতের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান (১৭১) তুললেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। অভিষেক শর্মার ঝড়ো ৩৯ বলে ৭৪ রানের ইনিংস ভর করে ভারত ছয় উইকেটে সহজ জয় তুলে নেয়, হাতে ছিল সাত বল।
পাকিস্তানের ইনিংসে শুরুটা ছিল লড়াকু। ফখর জামান দ্রুত ফিরলেও নতুন ওপেনার সাহিবজাদা ফারহান দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। সাইম আয়ুবের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে পাকিস্তানকে শক্ত ভিত দেন তিনি। তবে ফিফটি পূর্ণ করার পর ফারহান ধীর হয়ে পড়েন, দীর্ঘসময় কোনো বাউন্ডারি আসেনি তার ব্যাট থেকে। শেষ দিকে ফাহিম আশরাফের ৮ বলে ২০ রানের ক্যামিওতে দল পৌঁছে যায় ১৭১ রানে। ভারতের হয়ে শিভম দুবে নেন দুটি উইকেট।
জবাবে ভারত শুরু থেকেই আগ্রাসী ভঙ্গি নেয়। শাহীন আফ্রিদির প্রথম বলেই ছক্কা হাঁকান অভিষেক শর্মা। এরপর শুভমন গিলকে সঙ্গে নিয়ে শুরু করেন দুর্দান্ত আক্রমণ। এই ওপেনিং জুটি মাত্র ৫৯ বলে তোলে ১০৫ রান, যা পাকিস্তানের বিপক্ষে ভারতের অন্যতম সেরা সূচনা। গিল ২৮ বলে ৪৭ রানে ফিরলেও অভিষেক একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। আবরার আহমেদকে টার্গেট করে মাত্র ১২ বলে ৩২ রান করেন তিনি। যদিও শেষ পর্যন্ত আবরারের হাতেই থামেন, তবে তার ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে জয়ের দুয়ারে পৌঁছে দেয়।
শেষদিকে সানজু স্যামসন ব্যর্থ হলেও (১৩ রান), তিলক ভর্মা ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করেন। ১৯ বলে অপরাজিত ৩০ রানে তিনি জয় নিশ্চিত করেন, ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা।
পাকিস্তানের হয়ে হ্যারিস রউফ সেরা বোলার ছিলেন, ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন দুটি উইকেট। তবে ভারতীয় ব্যাটিং ঝড়ে তার লড়াই ব্যর্থ হয়।
ফলাফল:
ভারত ১৭৪/৪ (অভিষেক ৭৪, গিল ৪৭, তিলক ৩০*)
পাকিস্তান ১৭১/৫ (ফারহান ৫৮, দুবে ২/৩৩)









