আফগানদের হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতেছে বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে টিকে থাকার আশা জিইয়ে রাখল লিটন দাসের দল।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। ইনিংসের সেরা ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান, মাত্র ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে শক্ত ভিত গড়ে দেন। সাইফ হাসান (৩০) ও তাওহীদ হৃদয় (২৬) কার্যকর জুটি গড়ে রান তোলেন। শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে স্কোরকে লড়াইয়ের উপযোগী করে তোলেন। আফগানিস্তানের হয়ে নূর আহমাদ (২/২৩) ও রশিদ খান (২/২৬) সবচেয়ে সফল বোলার ছিলেন।

লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই চাপে পড়ে। নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতে দুই উইকেট হারায় তারা। তবে গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০) লড়াই চালিয়ে যান। শেষ দিকে অধিনায়ক রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) ম্যাচে উত্তেজনা ফেরালেও মুস্তাফিজ-তাসকিনদের তোপে ২০ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট (৪-০-২৮-৩)। সমান কার্যকর ছিলেন নাসুম আহমেদ (৪-১-১১-২) ও রিশাদ হোসেন (৪-০-১৮-২)। শেষ ওভারে দায়িত্ব পাওয়া তাসকিন আহমেদও তুলে নেন ২টি উইকেট।

শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ২২ রান। তাসকিনের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে উত্তেজনা ফেরান নূর আহমেদ। তবে বাকি ওভারগুলোতে সাফল্য পাননি, ফলে বাংলাদেশ ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

লিটনদের গ্রুপ পর্বের ভাগ্য নির্ভর করছে এখন আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *