dr yunis

প্রধান উপদেষ্টা

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য

ষ্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য।”

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-২ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে মানুষ নানা ধরনের উদ্যোক্তায় পরিণত হচ্ছে, আর এর পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে প্রযুক্তি। প্রযুক্তির কারণে বাংলাদেশ আজ সরাসরি বিশ্বব্যবস্থার সঙ্গে যুক্ত। এখন সময় এসেছে এই প্রযুক্তিকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর।

তিনি আরও বলেন, সরকার চায় প্রতিটি মানুষ যেন তার নিজস্ব সক্ষমতা অনুযায়ী এগিয়ে যেতে পারে। পিকেএসএফের নতুন ভবন থেকে সেই নতুন যাত্রার সূচনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টা জানান, পিকেএসএফ এখন আগের তুলনায় কাঠামোগত ও নীতিগতভাবে অনেক আধুনিক। প্রতিষ্ঠানটি যদি বিনিয়োগমুখী উদ্যোগ গ্রহণ করে, তবে আরও বড় পরিসরে কাজ করা সম্ভব হবে। আজকের প্রজন্ম আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি উদ্যমী ও অগ্রসর।

ড. ইউনূস বলেন, দেশের কয়েক লাখ তরুণ ইতোমধ্যে উদ্যোক্তা ও ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে আইন-কানুনে যেসব সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনে সংশোধন করা জরুরি। একইসঙ্গে পিকেএসএফের নিজস্ব আইন আরও সম্প্রসারণের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *