এশিয়া কাপের পরই বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

আগামী ৯-২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৭তম আসর। এশিয়া কাপ শেষ হবার পরপরই তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের দুই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এটি আফগানিস্তানের হোম সিরিজ। ২০২৪ সালে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে থাকা সিরিজটি পিছিয়ে দেওয়া হয়েছিল।

এসিবির খসড়া সূচি অনুযায়ী, ২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে দ্বিপাক্ষীক সিরিজ শুরু করবে বাংলাদেশ ও আফগানিস্তান। এরপর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে যথাক্রমে- ৪ ও ৬ অক্টোবর।

টি-টোয়েন্টি শেষে ৯ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজে বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে- ১১ ও ১৪ অক্টোবর। সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি এসিবি।

বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজের সূচি নিশ্চিত হওয়ায় আনন্দিত এসিবির প্রধান নির্বাহী নাসীব খান, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত। এই সফর আমাদের অংশীদারত্বের দৃঢ়তা ও নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রশ্রিুতি তুলে ধরে। উত্তেজনাপূর্ণ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ উপভোগ করবে সমর্থকরা।’

২০২৩ সালের পর টি-টোয়েন্টি ও ২০২৪ সালের পর ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *