প্রায় গোটা ভারতীয় ক্রিকেট দল শৌচাগারে গিয়ে কাঁদছে। সেই দলে রয়েছেন বিরাট কোহলিও। এরকম কখনও হয়েছে বলে জানা যায়নি। কিন্তু এমনই নাকি ঘটেছিল ২০১৯ বিশ্বকাপে। সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হারের পর ভারতীয় দলের ক্রিকেটারের ভেঙে পড়েছিলেন। ছ’বছর পর জানিয়েছেন সেই দলে থাকা যুজবেন্দ্র চহল।
রাজ শামানির পডকাস্টে হাজির হয়েছিলেন চহল। সেখানে শামানি বলেন, এ বছর আইপিএল জেতার পর চোখের জল ধরে রাখতে পারেননি কোহলি। তখন চহল তাঁদের কান্নার কথা জানিয়ে বলেন, “২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর কোহলিকে বাথরুমে গিয়ে কাঁদতে দেখেছিলাম। আমি শেষ ব্যাটার ছিলাম। ব্যাট করতে নামার সময় যখন ওর সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন স্পষ্ট দেখেছিলাম ওর চোখে জল। সে দিন প্রায় সকলে বাথরুমে গিয়ে কেঁদেছিল।” সে দিন কোহলি ১ রানে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়েছিলেন। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে হারার পরেও তিনি কেঁদেছিলেন।
ছ’বছর আগের সেই বিশ্বকাপে ভাল খেলেছিলেন চহলও। তবে ফাইনালে তিনিই সবচেয়ে বেশি রান দিয়েছিলেন। সেই প্রসঙ্গে চহল বলেন, “ওটা মাহি ভাইয়ের (মহেন্দ্র সিংহ ধোনি) শেষ ম্যাচ ছিল। আমার আরও ভাল খেলা উচিত ছিল। এখনও আক্ষেপ হয়। যদি আর একটু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম, আরও ভাল বল করে ১০-১৫ রান কম দিতাম তা হলে ভাল হত।”
চহল আরও বলেন, “কখনও সখনও এমন হয়। এত দ্রুত সব কিছু ঘটে যায় যে ভাবার সময় থাকে না। সে দিন নিজেকে শান্ত রাখতে পারলে আরও ভাল খেলতে পারতাম। নিজের সেরাটা দিয়েছিলাম। কিন্তু সেমিফাইনালের মতো বড় ম্যাচে আরও ১০-১৫ শতাংশ অতিরিক্ত প্রয়াস দেওয়া দরকার ছিল।”