আমেরিকায় ছুটির মেজাজে শাকিব-বুবলী! বদলাচ্ছে সমীকরণ?

ঢাকায় ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। ছবির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে আমেরিকায় রয়েছেন ঢালিউদের সেরা নায়ক। সম্প্রতি একাধিক নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর গত ১৩ জুলাই আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। এর সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে পাড়ি দিলেন শাকিবের দ্বিতীয় স্ত্রী তথা নায়িকা শবনম বুবলী। জানা গেছে, শুক্রুবার রাতে আমেরিকা রওনা হন তাঁরা।

শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহ সেখানেই থাকবেন নায়ক শাকিব খানের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী ও তাঁর সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর।
বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান। জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে নিউইয়র্ক থেকে টেলিফোনে বলেন, ‘শেহজাদের মা জানিয়েছে, তাঁরা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তাঁর মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না, এবার চেষ্টা করবো শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।’ 

শাকিব আরও যোগ করেন, ‘শেহজাদকেও সেভাবেই সময় দিবো, যেমনটা এর আগে এখানে আমার প্রথম সন্তান আব্রাহামকেও সময় দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা।  নিন্দুকেরা বলেন আমি দুই স্ত্রী নিয়ে সমস্যায় আছি, আসলে এটা ঠিক নয়। আমি আল্লাহর রহমতে ভালো আছি।’

এর দুই বছর আগেও শাকিব খান একই রকম অনুভূতির কথা বলেছিলেন। তখন এই প্রতিনিধিকে বলেছিলেন, ‘আব্রাহামকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছি, এখন শেহজাদের সঙ্গেও সেটা করতে চাই। আমার দুই সন্তানের প্রতিই রয়েছে সমান ভালোবাসা।’

উল্লেখ্য, বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের দুই ছেলে, প্রথম স্ত্রী নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তাঁর প্রথম সন্তান আব্রাহাম খান জয়, আর দ্বিতীয় স্ত্রী নায়িকা শবনম বুবলীর সঙ্গে দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর। আব্রাহাম জন্ম নেয় ২০১৬ সালে কলকাতায়, আর শেহজাদ ২০২০ সালে আমেরিকায় জন্মগ্রহণ করে। অপু বিশ্বাস সনাতনধর্মের এবং ইসলাম ধর্ম পালন করেন শবনম বুবলী। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *