জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার পেলেও নতুন দেশ এখনও পাইনি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধান আদায় করে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের মাধ্যমে আমরা ৩ আগস্ট শহীদ মিনারে ঐক্যবদ্ধ হবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি ওয়াদাবদ্ধ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে।’
শনিবার কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় তিন রাস্তার মোড়ে আয়োজিত সমাবেশে একথা বলেন নাহিদ ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী নাদিয়া শারমিন, যুগ্ম-সদস্য সচিব আহনাফ সাঈদ খান, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ।
সাবেক রাষ্ট্রপতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে। কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পাচ্ছে না। কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। হাওরের শিশুরা শিক্ষার অধিকার পাচ্ছে না। কিশোরগঞ্জে সুপেয় পানির সঙ্কট আছে। আপনাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিলেন। তারা বাংলদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘ফ্যাসিস্টের দোসররা এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। কিশোরগঞ্জে এখনও অনেক মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি। গণঅভ্যুত্থানের পরও এই তরুণদের যদি কাজে লাগাতে না পারি, তাহলে বাংলাদেশকে আর কখনই গড়ে তোলা সম্ভব হবে না। বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে তরুণদের নেতৃত্বে।’ এ সময় তরুণদের ওপর আস্থা রেখে জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।









