বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বিশিষ্ট সিকিৎসক, সংগঠক মানবিক ব্যক্তি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর উপদেষ্টা ডা. সৈয়দ মাসুক আহমেদ সংক্ষিপ্ত সফরে ইতালি আগমনে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালি শাখার নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ডা. সৈয়দ মাসুক আহমেদকে বরণ করে নেওয়ায় ইতালি শাখার নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
উল্লেখ্য, ডা. সৈয়দ মাসুক আহমেদ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর আজীবন সদস্য ও ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজে সম্পৃক্ত রেখে দেশ ও সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখছেন।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন হলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যা সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করছে এবং ২০১৭ সাল থেকে সংগঠনটি দেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালী, সৌদিআরব ও সংযুক্ত আরব আমিরাত শাখা আহবায়ক কমিটির কার্যক্রমও রয়েছে।