বাংলাদেশের কাছে আসছে অত্যাধুনিক ‘টাইফুন’ যুদ্ধবিমান

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমানবাহিনী ইতালির বহুজাতিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘লিওনার্দো স্পা’ থেকে আধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর বিমানবাহিনী সদর দপ্তরে দুই পক্ষের মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ইতালির প্রতিনিধি দলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লেটার অব ইনটেন্ট অনুযায়ী, লিওনার্দো স্পা বাংলাদেশ বিমানবাহিনীকে অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন মাল্টি-রোল যুদ্ধবিমান সরবরাহ করবে। ভবিষ্যতে এসব যুদ্ধবিমান বিমানবাহিনীর সম্মুখ সারির অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *