হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনে দলের মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূইয়া বলেছেন, “হাশরের ময়দানে কোনো মার্কা থাকবে না; থাকবে শুধু দাঁড়িপাল্লা। ন্যায়বিচারের প্রতীক এই দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে।”

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত দাঁড়িপাল্লার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপন করা হবে। একবার সুযোগ দিলে দেশের চেহারা বদলে যাবে।” তিনি দাবি করেন, অতীতে জামায়াতের যেসব নেতা-মন্ত্রী দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি।

রুহুল আমীন ভূইয়া অভিযোগ করেন, একদল ক্ষমতাচ্যুত হওয়ার পর আরেক দল ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থাপনা দখলের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, দেশে মাদকের কোনো স্থান নেই এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। পাশাপাশি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

রাজনীতির অবক্ষয়ের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “একসময় রাজনীতি ছিল পবিত্র জায়গা। কিন্তু অনেকে এটিকে ব্যবসায় পরিণত করেছে। ভারতের কথা না শোনায় কেন্দ্রীয় নেতৃত্বকে ফাঁসিতে ঝুলানো হলেও জামায়াতকে থামানো যায়নি; বরং এর জনপ্রিয়তা বেড়েছে।”

সভায় সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ দেলোয়ার হোসেন। পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের শূরা ও কর্ম-পরিষদ সদস্য মো. হারুনুর রশীদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাইয়েদ মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাছেল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ ইউনুস, নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসাইন, অ্যাডভোকেট জহির আলম, জয়নাল আবেদীন, আহসান উল্লাহসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *