রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিস্ফোরণ ঘটে এবং সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়া আগারগাঁও পাকা মার্কেটের পাশে ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবারসহ থাকতেন। ভোরে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হলে পরিবারের ছয়জন আগুনে দগ্ধ হন।

তিনি আরও জানান, খবর পেয়ে সকালেই তাদের ঢামেকের বার্ন ইউনিটে আনা হয় এবং সেখানে চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আগারগাঁও এলাকা থেকে নারী ও শিশুসহ ছয়জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে, তাই দগ্ধতার সঠিক পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর