বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ড যে মুহূর্তে সিদ্ধান্ত দেবে, সেই মুহূর্তেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। এরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। সব ব্যবস্থাই কাতার কর্তৃপক্ষের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে।”
তিনি আরও জানান, জার্মানি থেকে যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা শোনা যাচ্ছে, সেটিও কাতারের উদ্যোগেই হচ্ছে। “এটি বিএনপির পক্ষ থেকে নয়; পুরো বিষয়টি কাতারের রয়েল কর্তৃপক্ষ তত্ত্বাবধান করছে,” বলেন তিনি।
এদিকে এভারকেয়ার হাসপাতালের একাধিক চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি এখনও আন্তর্জাতিক ভ্রমণের মতো সক্ষমতা অর্জন করেননি। এই কারণেই লন্ডন নেওয়ার সিদ্ধান্তে বিলম্ব হচ্ছে। গত দুই দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সেগুলোর প্রতিবেদন পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড।
শুক্রবার বোর্ডের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিদিনের শারীরিক অগ্রগতি ও नए পরীক্ষা-নিরীক্ষার তথ্য বিশদভাবে আলোচনা হয়। চিকিৎসকরা জানান, প্রয়োজনীয় অগ্রগতি দেখা গেলেই অ্যাম্বুলেন্স যাত্রার সময় নির্ধারণ করা হবে।
গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডের সদস্য হিসেবে তারেক রহমানের সহধর্মিণী ও যুক্তরাজ্যপ্রবাসী চিকিৎসক ডা. জুবাইদা রহমানও কাজ করছেন। তিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি তার শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং লন্ডনে নেওয়ার প্রস্তুতি পর্যালোচনা করেন।









