বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেন নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ভাঙ্গা থেকে টেকেরহাটমুখী একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান চালায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, “মডার্ন পরিবহনের একটি বাস টেকেরহাট থেকে ঢাকাগামী অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর