জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অনেক প্রার্থী নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, তবে দেশের মানুষকে বিভ্রান্ত করা সম্ভব নয়।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে তিনি বলেন, “মানুষ খুব বেশি শিক্ষিত না হলেও কারও বোকা নয়। কাউকে সহজে ভুল পথে নেওয়া যাবে না। বলতে খারাপ শোনালেও—আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ।”

তিনি অভিযোগ করেন, কিছু প্রার্থী ধর্মীয় আবেগ উসকে দিয়ে ভোট চাইছেন। তিনি বলেন, “কেউ বলছে ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম। যারা একসময় বাংলাদেশের পক্ষে ছিল না, এখন তারাই ভোটের মাঠে নেমে উচ্চস্বরে কথা বলছে।”

জামায়াতকে ‘ধর্ম বিকৃতকারী এবং অসভ্য দল’ হিসেবে আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কখনও সফল হবে না।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনাও করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর