খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

ষ্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যভিত্তিক একটি বিশেষজ্ঞ মেডিকেল টিমের আসার কথা থাকলেও এরই মধ্যে দলের প্রধান বিশেষজ্ঞ ঢাকায় এসে পৌঁছেছেন।

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে লন্ডন ক্লিনিকের চিকিৎসক রিচার্ড বেলে (Richard Beale) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে।

এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানায়, স্থানীয় মেডিকেল বোর্ডের পাশাপাশি চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক দলও চিকিৎসায় সহায়তা করছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান ও ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বহু বন্ধুপ্রতিম দেশ তার চিকিৎসায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা এবং চোখের সমস্যাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে তিনি ভুগছেন।

বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর