ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচারের দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ সম্পাদক ফারজানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি বরিশাল কলেজ শাখার সংগঠক শিবানী শিকদার, মিম আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তথাকথিত মব জাস্টিসের নামে সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকান্ড বাংলাদেশের আইনের শাসনের প্রতি চরম আঘাত। অবিলম্বে এই সকল ঘটনার সুষ্ঠু বিচার ও এর অবসান না হলে ছাত্রজনতার অভূতপূর্ব আত্মত্যাগ কালিমা লিপ্ত হবে।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে সকল বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সেই সাথে এসব হত্যাকান্ডর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করারও আহ্বান জানানো হয়।