আজহারুল ইসলাম

ভোট ছিনতাই করতে এলে দু’হাত যেন ফিরিয়ে নিয়ে যেতে না পারে

ফরিদপুর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ভোটকেন্দ্রে দায়িত্বশীলভাবে অবস্থান করে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “আপনারা প্রত্যেকটি ভোটকেন্দ্রে পাহারা দেবেন। ভোট সুরক্ষার দায়িত্ব সবার। যারা ভোটে অনিয়ম করতে আসবে, তারা যেন ব্যর্থ হয়—এটাই আমাদের লক্ষ্য।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে ফরিদপুর জেলা জামায়াত আয়োজিত গণসমাবেশে এ বক্তব্য দেন তিনি।

এ টি এম আজহারুল ইসলাম আরও বলেন, “আমরা দীর্ঘদিন সংগ্রাম করে এখানে পৌঁছেছি। ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সেই লক্ষ্যে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এবারের নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং আদর্শিক পরিবর্তনের নির্বাচন। এটি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন।”

তিনি দাবি করেন, দেশে জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং হামলা-নির্যাতন দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না।

জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, জামায়াত নেতা শাসসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর-১ আসনের অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনের সোহরাব হোসাইন, ফরিদপুর-৩ আসনের প্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াব এবং ফরিদপুর-৪ আসনের মাওলানা সরোয়ার হোসাইন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর