পঞ্চগড়ে ১১ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

শীতের আমেজ আরও গাঢ় হয়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে। রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

এর আগের দিন সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও নেমে আসে ২৬ ডিগ্রি সেলসিয়াসে।

গত ২৩ নভেম্বর তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর টানা কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি ছিল স্পষ্ট। রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে এলাকা। তবে ভোরে সূর্য ওঠার পর কমে আসে ঠান্ডার তীব্রতা।

জেলা শহরের জালাসী পাড়ার রিকশাচালক ফয়জুল ইসলাম জানান, “গতকাল সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বেশ বেড়েছে। কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ভালোই শীত লাগে। রাতে চারপাশ কুয়াশায় ঢাকা থাকে। ফজরের সময় ঠান্ডা বেশি, তবে সূর্য উঠলে কিছুটা স্বস্তি পাওয়া যায়।”

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “মঙ্গলবার সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আগের দিন ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি। গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর