সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, মা-মেয়ের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝ সাগরে স্পিডবোট ডুবে মা–মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সেন্টমার্টিনের ডেইল পাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম খাতুন (৩৫) ও তার পাঁচ বছরের শিশু মায়মা মাহিমা।

স্থানীয়রা জানান, ঢাকায় বিবাহিত মরিয়ম খাতুন সম্প্রতি সেন্টমার্টিনে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে তিনি মেয়েকে নিয়ে ঢাকায় শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে স্পিডবোটে রওনা দেন। পথে মাঝ সাগরে স্পিডবোটটি ডুবে গেলে মা–মেয়ে পানিতে তলিয়ে যান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী জানান, দুর্ঘটনায় উদ্ধার হওয়া চারজনকে দুপুর ১২টার দিকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মরিয়ম খাতুন ও তার মেয়ে হাসপাতালে আনার আগেই মারা যান। তবে উদ্ধারকৃত নুফাইদা (৬) ও মাহামুদা (৯) নামে দুই শিশু বর্তমানে আশঙ্কামুক্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর