পররাষ্ট্র উপদেষ্টা

চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস পাবেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন—সে বিষয়ে সরকারের কাছে স্পষ্ট তথ্য নেই। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ বাধা দেবে—এমনটা অস্বাভাবিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, প্রতিবেশী ভারতকে এর সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে কার্যকর কর্মসম্পর্ক দ্রুতই স্বাভাবিক হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অবস্থান প্রসঙ্গে তিনি জানান, তিনি ভারতে আছেন বলে জানা গেলেও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা বাংলাদেশকে জানানো হয়নি। তাকে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

শেখ হাসিনা ইস্যু প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি ভারতে অবস্থান করলেও ঢাকা-দিল্লি সম্পর্ক এতে বাধাগ্রস্ত হবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *