সিঙ্গাপুরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি)। গ্রেপ্তারদের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) প্রকাশিত দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, উডল্যান্ডস এলাকার একটি ডরমিটরিতে সিএনবির নেতৃত্বে চার ঘণ্টাব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে সিএনবির পাশাপাশি হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার এবং পুলিশ অংশ নেয়।
সিএনবি জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদক পাচার ও মাদক সেবনের সন্দেহে আটক করা হয়েছে। অভিযানের সময় বেশ কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের ব্যাগ, পোশাক ও লাগেজ পরীক্ষা করা হয়। এক পর্যায়ে একটি রুম থেকে গ্লাস বোতল, কাট স্ট্র, রাবার টিউবসহ সন্দেহজনক মাদকসামগ্রী উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে অন্য শ্রমিকরা ডরমিটরির দরজা ও করিডোরে দাঁড়িয়ে উদ্বেগের সঙ্গে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রাত ১টা ২০ মিনিটের দিকে গ্রেপ্তার ১২ জনকে তদন্তের জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
সিএনবির এনফোর্সমেন্ট জে ডিভিশনের ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি বলেন, “মাদক সিঙ্গাপুরের কোনো সম্প্রদায়, কর্মক্ষেত্র বা ডরমিটরিতে স্থান পাবে না। আমরা এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখব।”
সিএনবির বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে মোট ৩ হাজার ১১৯ জনকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়, যেখানে ২০২৩ সালে ওই সংখ্যা ছিল ৩ হাজার ১২২। তবে ওই প্রতিবেদনে গ্রেপ্তার ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।









