ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সিইসি বলেন, গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে গণভোট সম্পর্কে ব্যাপক প্রচার চালাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা কখনোই খুব আদর্শ অবস্থায় ছিল না, তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সবাই সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি-ছিনতাইয়ের মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে পরিস্থিতি আরও উন্নত হবে।”
মক ভোটিং আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সিইসি বলেন, আইডিয়াল পরিবেশে নির্বাচন পরিচালনার জন্য কী ধরনের পরিস্থিতি প্রয়োজন—তা পর্যবেক্ষণ করতেই এই উদ্যোগ। গত ১৫ বছরে অনেক মানুষ সরাসরি ভোটদানের অভিজ্ঞতা পাননি। তাই জনগণকে ভোটদান পদ্ধতি কাছ থেকে দেখানো ও শেখানোর লক্ষ্যেই মক ভোটিং করা হচ্ছে। একই সঙ্গে দুই ধরনের ব্যালট ব্যবহারে সময় কতটা লাগে, সেটিও যাচাই করা হচ্ছে।









