অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের ৩৩ নম্বর সরকারি বাসভবনে এ বৈঠক চলে। বিষয়টি সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে।
সূত্র মতে, বৈঠকে ড. খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফরের আলোচ্য বিষয়সমূহ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে প্রত্যাবর্তনের বিষয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগিতা জোরদারকরণ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরে ড. খলিলুর রহমান একাধিকবার সরকারি সফরে ওয়াশিংটন গেছেন, যেখানে তার সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক মাসগুলোতেও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তার ধারাবাহিক বৈঠক হয়েছে। তবে এসব বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।









