দুর্নীতির বিরুদ্ধে নিজের দলের অবস্থান তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নেই; জনগণের সম্পদ লুটপাট করার অভিজ্ঞতা আমাদের নেই।”
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় ঢাকা-১৭ আসন শাখা আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দলীয় কর্মীদের দিয়ে চাঁদাবাজি করানোর অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে দুঃশাসন কায়েম করার অভিজ্ঞতা নেই। সর্বস্তরে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার চর্চা আমাদের সংগঠনে নেই।”
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, “রোজার আগে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেখানে জনগণ যাদের কর্মসূচি ও বক্তব্যে আস্থা রাখবে, তাদেরই বেছে নেবে। আমরা ইতিমধ্যে বিজয়ীদের অভিনন্দন জানানোর মানসিক প্রস্তুতি নিচ্ছি। জনগণ যদি আমাদের বেছে নেয়, আমরা সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার আহ্বান জানাব—দেশ গড়ব সবাইকে সঙ্গে নিয়ে।”
তিনি আরও বলেন, “জনগণ যদি আল্লাহর ইচ্ছায় আমাদের নির্বাচিত করে, আমরা কাউকে বাদ দেব না। বিভক্ত জাতি আমরা দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা দেশের শত্রু।”
দেশত্যাগের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি। এই মাটিকে আঁকড়ে আমরা টিকে ছিলাম। কারাবরণ করেছি, জীবনও দিয়েছি; কিন্তু দেশ ছাড়িনি। কারণ আমরা এই দেশ, এই মাটি ও এই মানুষকে ভালোবাসি।”









