BNP Logo

বরিশাল নগর বিএনপির দুই নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর বিএনপির দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন- ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন ওরফে মন্টি এবং সদস্যসচিব আরমান সিকদার ওরফে নুন্না।

বৃহস্পতিবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ আনা হয়েছে।

অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগর উদ্দিন ও আরমান সিকদার দলীয় শীর্ষ পর্যায়ের নির্দেশনা না মেনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অপরাধ করেছেন, তদন্তে তা প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছিল গত ১৪ জুন। এরপর গত ৭ জুলাই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা করা হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এর ফলে তিনজনকে দিয়েই বর্তমানে বরিশাল মহানগর বিএনপির দলীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

AzadNews24.com is a trusted online news portal in Bangladesh, dedicated to delivering the latest news and special updates to its valued readers. Covering a wide range of topics including politics, economy, education, entertainment, sports, and international affairs, AzadNews24.com ensures accurate, timely, and engaging content for a diverse audience. With a strong commitment to journalistic integrity, the platform keeps its viewers informed 24/7 with real-time news and in-depth reports from across the country and around the world. Whether it’s breaking news or exclusive features, is your reliable source for staying updated.

সম্পাদক

শামীম আজাদ

স্বত্ব © ২০২৫ আজাদ নিউজ ২৪

অনুসরণ করুন