দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর বিএনপির দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন- ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন ওরফে মন্টি এবং সদস্যসচিব আরমান সিকদার ওরফে নুন্না।
বৃহস্পতিবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ আনা হয়েছে।
অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগর উদ্দিন ও আরমান সিকদার দলীয় শীর্ষ পর্যায়ের নির্দেশনা না মেনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অপরাধ করেছেন, তদন্তে তা প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছিল গত ১৪ জুন। এরপর গত ৭ জুলাই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা করা হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এর ফলে তিনজনকে দিয়েই বর্তমানে বরিশাল মহানগর বিএনপির দলীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল।