গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামায শেষে আম বয়ানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হবে। চলবে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, প্রতিবছর বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে এ জোড় অনুষ্ঠিত হয়, যা অনেকে জোড় ইজতেমা নামেও পরিচিত। এখানে তাবলিগের সাথীরা সারা বছরের কাজের কারগুজারি উপস্থাপন করেন এবং প্রবীণ মুরুব্বিদের কাছ থেকে রাহবারি (নির্দেশনা) গ্রহণের সুযোগ পান। ইতোমধ্যে দেশ-বিদেশের শুরায়ি নেজামের গুরুত্বপূর্ণ মুরুব্বিরা টঙ্গীতে উপস্থিত হয়েছেন।
ইজতেমার মুরুব্বিদের বরাতে জানা গেছে, পাঁচ দিনের এই জোড় তাবলীগ জামাতের এক বিশেষ ঐতিহ্য, যা দাওয়াতের কাজের চেতনাকে আরও জোরদার করে। এখান থেকেই সারাবছরের কার্যক্রমের নকশা ও দিকনির্দেশনা ঠিক করা হয়।
হাবিবুল্লাহ রায়হান আরও জানান, জোড় ইজতেমায় অংশ নিতে পারবেন কেবল ৩ চিল্লার সাথী এবং কমপক্ষে ১ চিল্লা সময় দিয়েছেন এমন আলেমরা। এর মাধ্যমে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে।
জোড় উপলক্ষে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবা সংস্থা প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। নিরাপত্তায় তাবলিগের স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।









