ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গুলিবর্ষণ, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) এবং সাজু মিয়া। তাদের মধ্যে টুটুল ও শিহাবকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কান্দিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এর জের ধরেই সন্ধ্যায় এক পক্ষের অবস্থানকালে প্রতিপক্ষ আকস্মিকভাবে গুলিবর্ষণ করে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আধিপত্যের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর ইবনে বিন সিফাত জানান, আহত দুইজনের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে। তাদের ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর