সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

হবিগঞ্জের মাধবপুরের ইটাখোলা স্টেশন এলাকায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকাগামী ট্রেনটি ইটাখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ফলে ট্রেনটি থেমে যায় এবং যাত্রীরা বিপাকে পড়েন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে চলাচলরত কালনী এক্সপ্রেস ইঞ্জিন বিকলের কারণে লাইনচ্যুত হওয়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তিনি আরও বলেন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত বড় কোনো শিডিউল বিপর্যয় তৈরি হয়নি। যত দ্রুত সম্ভব বিকল ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিকের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *