অপরিচিতদের সচিবালয়ে প্রবেশে পাস না দিতে চিঠি

ষ্টাফ রিপোর্টার

সচিবালয়ে শৃঙ্খলা বজায় রাখতে অপরিচিত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোরতা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে সচিবালয়ে প্রবেশের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) প্রদানে সতর্ক থাকার নির্দেশ দিয়ে সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবদের একান্ত সচিবসহ অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিবরা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের জন্য ওটিপি ইস্যু করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে দেখা গেছে, এসব কর্মকর্তার কাছ থেকে ওটিপি নিয়ে কিছু দর্শনার্থী সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এতে কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে।

চিঠিতে বলা হয়, এই পরিস্থিতিতে দর্শনার্থীদের পরিচয় নিশ্চিত না করে ওটিপি প্রদান থেকে বিরত থাকতে হবে। অপরিচিত, স্বল্পপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *