ভূমিকম্পে সচিবালয়ে নতুন ভবনের বিভিন্ন স্থানে ফাটল

ষ্টাফ রিপোর্টার

সাম্প্রতিক ভূমিকম্পে সচিবালয়ের নতুন নির্মিত ১ নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। পশ্চিম-উত্তর প্রান্তে অবস্থিত এ ভবনটিতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়। ফাটল দেখা দেওয়ায় ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানান, ভবনের ৫ ইঞ্চি পুরু ইটের দেয়ালের কিছু অংশে যে ফাটল দেখা গেছে, তা কাঠামোগতভাবে বিপজ্জনক নয়। ভবনের পিলার বা মূল কাঠামোতে কোনো ক্ষতি হয়নি। খুব শিগগিরই এসব ফাটল মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা নিশ্চিত করেন।

গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্র ছিল নরসিংদীতে। পরে রাজধানীতে আরও দুটি মৃদু কম্পন অনুভূত হয়।

সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন তলায় বেশ কয়েকটি স্থানে ফাটল রয়েছে। ১০ তলার ৯৩০ নম্বর কক্ষের দরজার নিচের দিকে উত্তর পাশের দেয়ালে স্পষ্ট ফাটল দেখা গেছে, যেখানে পলেস্তরাও খসে পড়েছে। এর উপরের তলায় ১০০ নম্বর কক্ষের সামনের দেয়ালেও একই ধরনের ফাটল লক্ষ্য করা যায়।

ভবনে কর্মরত এক কর্মকর্তা জানান, শত কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনে এমন ফাটল দেখা দেওয়া উদ্বেগজনক। কার্যক্রম শুরুর এক বছরের মধ্যেই এমন পরিস্থিতি অনেককে আতঙ্কিত করছে।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন বলেন, বিশেষজ্ঞরা ফাটল পরীক্ষা করে দেখেছেন। এটি শুধুমাত্র ইটের দেয়ালে সীমিত; মূল কাঠামো অক্ষত রয়েছে। তাই এটি ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

৪৬১ কোটি টাকা ব্যয়ে সচিবালয়ে নির্মিত ২০ তলাবিশিষ্ট এই ভবনটি চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে ব্যবহারে আসে। ‘সচিবালয়ে ২০ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ’ প্রকল্পটি ২০১৮ সালের অক্টোবর মাসে একনেক অনুমোদন পায় এবং গত ডিসেম্বরেই এর নির্মাণকাজ সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *