ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি বাংলাদেশ থেকে ফিরে যান। বিদায়ের আগে তাকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।

সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়—একটি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ জোরদারের বিষয়ে।

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা তাকে স্বাগত জানান। এ সময় গার্ড অব অনার ও তোপধ্বনির মাধ্যমে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশে অবস্থানকালে শেরিং তোবগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনও পৃথকভাবে তার সঙ্গে বৈঠক করেন।

শনিবার দুই দেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। আলোচনায় বাণিজ্য বৃদ্ধি, সংযোগ জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রোববার ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী তোবগের সফরসঙ্গী ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *