মিয়ানমার–থাইল্যান্ড সীমান্ত এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের দাউই অঞ্চলে, যা বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে।
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে গত শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। পরদিন শনিবারও দেশে তিন দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শনিবার মিয়ানমারেও তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিট ও ৭টা ১৯ মিনিটে আঘাত হানা কম্পনগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৫ এবং ৩ দশমিক ৭। রাত ১১টা ১ মিনিটে আবারও ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।









