৩১ ঘন্টায় ৪ ভূমিকম্প, দেশজুড়ে আতঙ্ক

ষ্টাফ রিপোর্টার

দেশে গত সাড়ে ৩১ ঘণ্টায় চারবার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় পরপর দুবার ভূকম্পন অনুভূত হয়। এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটেও ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল।

শুক্রবারের ভূমিকম্প সারা দেশে অনুভূত হয়। হঠাৎ কাঁপুনিতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এতে শিশুসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন। নরসিংদীতে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে। ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান। অনেকেই আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। কিছু ভবনে ফাটল দেখা গেছে এবং কয়েকটি ভবন হেলে পড়েছে বলেও জানা গেছে।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৭। মাত্র এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরও একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৪.৩। একটির উৎপত্তিস্থল বাড্ডা এলাকায়, আরেকটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

এর আগে আজ সকালে নরসিংদীর পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩।

দেশজুড়ে পরপর কম্পন হওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *