রাজধানীর বিজয়নগরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে আত্-ত্বরীক টাওয়ারের ৯ তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটিতে কোনো মানুষ উপস্থিত ছিলেন না। তবে এখনো আগুন লাগার কারণ নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন শুরু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার প্রায় ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।









