ঢাকা ও এর আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। ভারতেও এর কম্পন অনুভূত হয়েছে।
হঠাৎ ভূমিকম্পে রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার খবর মিলেছে, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) রিখটার স্কেলে এর মাত্রা ৫.৫ বলে উল্লেখ করেছে।









