বরগুনার পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে তালতলী উপজেলার সাগর মোহনার কাছাকাছি নকরী এলাকায় জেলে আবুল হোসেনের জালে ইলিশটি ধরা পড়ে।
তালতলী মাছ বাজারের পাইকারি মৎস্য ব্যবসায়ী আল-আমীন জানান, আড়তে নিলামের মাধ্যমে ৯ হাজার ৫০০ টাকায় তিনি মাছটি কেনেন। মাছটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। তার আশা, রাজধানীতে এটি প্রায় ১২ হাজার টাকায় বিক্রি হতে পারে।









