পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা ও থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সেকশন-১২ এলাকার বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির দোকানে বসে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত কিবরিয়াকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কিবরিয়ার রাজনৈতিক সহকর্মীরা জানান, হামলার পর পল্লবী, মিরপুর ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কিবরিয়ার মাথা, বুক এবং পিঠে পিস্তল ঠেকিয়ে পরপর সাত রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, “গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা শুনেছি। ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে। কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে।”

ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *