‎সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাস্থ বটতলা এলাকায় চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত চারজনের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী মুমিন জানান, চট্টগ্রামমুখী একটি বাস সামনে থাকা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে সজোরে ধাক্কা দিলে বহু যাত্রী হতাহত হন।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্টেশন ইনচার্জ বেলাল হোসেন বলেন, “ঘटनাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ ইমরান জানান, এখন পর্যন্ত ২০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর