রাজশাহীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

রাজশাহী প্রতিনিধি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে। রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা নেমে আসে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের এ পর্যন্ত সর্বনিম্ন।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরে রাজশাহীর তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার তা নেমে আসে ২০.২ ডিগ্রিতে, শনিবার আরও কমে দাঁড়ায় ১৭.৭ ডিগ্রিতে। রোববার সকালে ১৬.৫ ডিগ্রিতে নামার মধ্য দিয়ে শীতের আগমনের বার্তা আরও স্পষ্ট হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, “উত্তরের দিক থেকে আসা হালকা ঠান্ডা বাতাস এবং পরিষ্কার আকাশের কারণে রাতে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। রাজশাহীতে এখন শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।”

রোববার ভোরে রাজশাহীর আকাশে হালকা কুয়াশা দেখা গেছে। সকাল গড়াতেই সূর্যের দেখা মিললেও বাতাসে ঠান্ডার ছোঁয়া ছিল স্পষ্ট। স্থানীয়রা জানিয়েছেন, সকাল ও সন্ধ্যায় অনেকেই ইতোমধ্যে গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলে আগামী এক সপ্তাহের মধ্যে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর