কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি কুকুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ঘটে যাওয়া এ ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ফ্লাইট ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।
ইউএস-বাংলার কক্সবাজার ইনচার্জ আহমদ মুসা জানান, ঢাকা-গামী বিএস ১৫৮ ফ্লাইটে ৭০ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের জন্য রানওয়েতে যাওয়ার পর পাইলট হঠাৎ ধাক্কার মতো কিছু অনুভব করেন। নিরাপত্তার জন্য উড়োজাহাজটি সঙ্গে সঙ্গে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয় এবং যান্ত্রিক ত্রুটি আছে কি না তা পরীক্ষা করা হয়।
কক্সবাজার বিমানবন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “উড়োজাহাজটির সঙ্গে একটি কুকুরের ধাক্কা লাগে, এতে কুকুরটি ঘটনাস্থলেই মারা যায়।”
ঘটনার পর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরিদর্শনে কোনো যান্ত্রিক ত্রুটি না পাওয়ায় সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে পুনরায় উড্ডয়ন অনুমতি দেওয়া হয়। ফ্লাইটটি ৭০ জন যাত্রী নিয়ে নিরাপদে রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় পৌঁছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুকুরটিকে দ্রুত রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয় এবং রানওয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনা হয়। উড়োজাহাজের বড় কোনো ক্ষতি হয়নি এবং সব যাত্রী নিরাপদ ছিলেন।
কর্তৃপক্ষের দাবি, রানওয়ের পশ্চিম পাশে চলমান নির্মাণকাজের কারণে ওই এলাকায় মাঝে মাঝে কুকুর দেখা যায়। কম আলোয় তাদের উপস্থিতি শনাক্ত করা কঠিন হওয়ায় এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২ আগস্ট একই বিমানবন্দরে এয়ার এস্ট্রার একটি উড়োজাহাজের সঙ্গেও কুকুরের ধাক্কার ঘটনা ঘটেছিল। সেবারও ফ্লাইট ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়েছিল।









