আড়াই বছরের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আড়াই বছরের শিশুকন্যাকে হত্যা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রেশমা খাতুন (২৫)। তিনি ওই গ্রামের প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান রহিদুল ইসলাম। তবে প্রবাসে যাওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে সংসারের জন্য অর্থ পাঠাতে পারছিলেন না। এতে সংসারে অভাব-অনটন ও মানসিক অস্থিরতা দেখা দেয়। সম্প্রতি রেশমা খাতুন অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে গভীর হতাশায় ভুগছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাগ ও ক্ষোভে তিনি প্রথমে মেয়ে লামিয়া খাতুনকে (২) গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। পরে নিজেও ঘরের আড়ার সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা করেন।

দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা সন্দেহ করলে দরজা ধাক্কা দেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *