বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

ষ্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তিনি সদস্য পদ গ্রহণ করেন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর স্নিগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিন ভাইয়ের মধ্যে ছোট এবং শহীদ মীর মুগ্ধের জমজ ভাই। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। মা শাহানা চৌধুরী ও বাবা মীর মোস্তাফিজুর রহমান দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

মীর স্নিগ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বছরের ৮ মে তিনি পদত্যাগ করেন। সে সময় তিনি জানান, রাজনীতিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে নয়, উচ্চশিক্ষা অর্জনের পরিকল্পনায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরা আজমপুর এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের মাঝে একজন যুবক পানি বিতরণ করছেন এবং বলছেন— “কারও পানি লাগবে ভাই, পানি?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর