৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন, ছাড়েনি কোনো জাহাজ

ষ্টাফ রিপোর্টার

দীর্ঘ নয় মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সেন্টমার্টিন দ্বীপ। তবে প্রথম দিনই কোনো পর্যটক না যাওয়ায় কক্সবাজার থেকে একটিও পর্যটকবাহী জাহাজ ছাড়েনি।

পর্যটকরা জানান, কক্সবাজার থেকে সেন্টমার্টিন পৌঁছাতে সময় লাগে প্রায় আট থেকে নয় ঘণ্টা। এত দীর্ঘ যাত্রা শেষে দ্বীপে রাতযাপন না করে ফিরে আসা বাস্তবে সম্ভব নয়।

জাহাজ মালিকদের অভিযোগ, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকদের সেন্টমার্টিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে। তাই আগ্রহ কম থাকায় তারা জাহাজ ছাড়েননি। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে সেখানে রাতযাপনের অনুমতি থাকায় তখন পর্যটক বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের স্বার্থে গত ১ ফেব্রুয়ারি থেকে দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ রাখে সরকার। এ বছর ১ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পুনরায় সীমিত পরিসরে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সেন্টমার্টিন দ্বীপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর