রাজনৈতিক দলগুলোকে মাথা ঠান্ডা রাখতে হবে : মান্না

ষ্টাফ রিপোর্টার

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কথা তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোকে সংযম ও প্রজ্ঞার সঙ্গে কাজ করতে হবে। দলগুলোর পারস্পরিক হুমকি বা সংঘাত কোনো সমাধান আনবে না, বরং তাতে অন্ধকারের শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনা করে মান্না বলেন, “সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। এনসিপি বলেছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে, এখন বিএনপিও একই অভিযোগ করছে। এতে বোঝা যাচ্ছে, সরকার সবার সঙ্গে প্রতারণা করেছে।”

তিনি আরও বলেন, “সবাই ভেবেছিল ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতসহ সংস্কার প্রস্তাবগুলো গণভোটে যাবে। কিন্তু ঐকমত্য কমিশন তা বাদ দিয়ে বড় ভুল করেছে।”

দুই মাস পর নির্বাচন হয়ে গেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্বে থাকবেন না উল্লেখ করে মান্না বলেন, “উপদেষ্টারা এখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। তাই রাজনৈতিক দলগুলোকেই এখন দায়িত্ব নিতে হবে। মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *