আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই প্রায় ২৫০ আসনে প্রার্থী মনোনয়নের সবুজ সংকেত দিতে যাচ্ছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে মাঠে কার্যক্রম জোরদারের প্রস্তুতি নিচ্ছে দলটি।
সোমবার রাতে দেশের আটটি বিভাগের ৩০০ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হয়েছে। সাক্ষাৎকারে বিএনপির হাইকমান্ড প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় ঐক্য অটুট রাখার নির্দেশ দেন।
শীর্ষ নেতারা জানিয়েছেন, ঐক্য বিনষ্ট হলে দল বড় ধরনের সংকটে পড়বে। কেউ যদি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার চেষ্টা করেন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, “দলীয় ঐক্য যেভাবেই হোক ধরে রাখতে হবে। ধানের শীষের প্রতীকের মর্যাদা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাইকে তার পক্ষে একযোগে কাজ করতে হবে।”
বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জানান, বিভেদ রোধ ও স্বতন্ত্র প্রার্থিতা ঠেকানোই এখন দলের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “হাইকমান্ড এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। চলতি মাসের মধ্যেই ২০০ থেকে ২৫০ জন মনোনয়নপ্রত্যাশীকে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হবে।”









