পাবনার গয়েশপুরে বাঁশবোঝাই একটি ট্রাকচাপায় দুই স্কুল শিক্ষার্থী ও এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন— আতাইকুলা থানার ধর্মগ্রামের ভ্যানচালক আকরাম আলী (৫৬), স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তাসনিয়া (১৩) ও পঞ্চমপুর গ্রামের আহমদ আলীর ছেলে নুর মোহাম্মদ তোহা (১৩)। আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে একটি অটোভ্যান বাঙ্গাবাড়িয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনাগামী বাঁশবোঝাই একটি ট্রাক সামনে থাকা একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি অটোভ্যানের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তাসনিয়া, তোহা ও ভ্যানচালক আকরাম মারা যান।
আহত দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে থাকা অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।”









