রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে হঠাৎ গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে এই গন্ধ টের পাচ্ছেন শনিরআখড়া, কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক ও দক্ষিণখান এলাকার বাসিন্দারা।
বিষয়টি নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান বলেন, “বিভিন্ন এলাকায় পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কারের সময় পাইপলাইনে কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার গন্ধ অনেক সময় বাতাসে ছড়িয়ে পড়তে পারে। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
তিনি আরও জানান, কোনো এলাকায় যদি অস্বাভাবিক গ্যাসের গন্ধ পাওয়া যায়, তাহলে সেটি পাইপলাইনের লিকেজের কারণেও হতে পারে। তবে তিতাসের জরুরি টিম বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মাছউদুর রহমান বলেন, “যদি কেউ নির্দিষ্ট এলাকায় গ্যাসের গন্ধ টের পান, তবে দ্রুত তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করুন। আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিতাস কর্তৃপক্ষ নাগরিকদের আশ্বস্ত করে বলেছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সংশ্লিষ্ট প্রকৌশল দল সতর্ক অবস্থায় আছে।









