জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।
জামায়াত আমির বলেন, “১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, তাদের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাচ্ছি।”
তিনি আরও বলেন, “জাতির কিছু মানুষ বলেন—ধরে নিলাম আপনারা অপরাধ করেননি, কিন্তু আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত জাতি মেনে নেয়নি। আপনারা অন্তত একটি অ্যাপোলোজি দিতে পারেন। আমরা ইতোমধ্যেই একাধিকবার অ্যাপোলোজি দিয়েছি। প্রফেসর গোলাম আযম সাহেব দিয়েছেন, মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, আমি নিজেও দিয়েছি।”
ডা. শফিকুর রহমান বলেন, “সম্প্রতি এ টি এম আজহারুল ইসলাম জেল থেকে মুক্তি পাওয়ার পরও আমি বলেছি—শুধু এখন নয়, ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত জামায়াতের দ্বারা কারও কোনো ক্ষতি হয়ে থাকলে, আমি ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি, জাতি আমাদের ক্ষমা করবে।”
তিনি আরও যোগ করেন, “আমরা মানুষ, আমাদের সংগঠনও মানুষের সংগঠন। শত সিদ্ধান্তের মধ্যে একটি ভুল সিদ্ধান্ত হতে পারে। যদি কোনো সিদ্ধান্তে জাতির ক্ষতি হয়, তাহলে মাফ চাইতে দ্বিধা কোথায়?”
ক্ষমা প্রার্থনার প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলেন, এই ভাষায় মাফ চাওয়া চলবে না, ওই ভাষায় চাইতে হবে—এতে তো আরও যন্ত্রণা বাড়ে। আমি আবারও বলছি—১৯৪৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমাদের দ্বারা যে কেউ যেভাবে কষ্ট পেয়েছেন, আমি বিনা শর্তে তাদের কাছে ক্ষমা চাই।”
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গেও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, “রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আমরা চাই, নির্বাচনের আগে প্রয়োজন হলে গণভোটের আয়োজন করা হোক।”
তিনি আরও বলেন, “জামায়াত যদি ক্ষমতায় আসে, তাহলে সংবিধান অনুযায়ী দেশের সংখ্যালঘু নাগরিকরা নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারবেন।”









